সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ হওয়া নিয়ে চলছে এক অসুস্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় গা ভাসিয়ে অনেকেই নিজেদের তারকা মনে করেন। তাদের নিয়ে বরেণ্য অভিনেতা আলমগীর বললেন, ‘ভাইরাল হয়ে কোনওদিন স্টারের জন্ম হয় না।’ সম্প্রতি ঢাকা ১০ আসনের সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌসের উদ্যোগে ধানমন্ডি রবীন্দ্র সরোবরতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নায়ক আলমগীর। সেখানেই অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হোন এই অভিনেতা।
আরো পড়ুন:বিয়ে করে হানিমুনে জায়েদ খান
তিনি বলেন, ভাইরাল হয়ে কোনওদিন স্টারের জন্ম হয় না। আপনি ভাইরাল হয়ে কি হবেন। হঠাৎ ভাইরাল হয়ে বড়জোর এক বছর টিকে থাকা যায়। তারপর তারা হারিয়ে যাবে। তারা কোনোদিন টিকে থাকবে না। এটাই বাস্তব। কিন্তু অভিনয়-চলচ্চিত্র দিয়ে যারা মানুষের মনে জায়গা করে নেন তারা আজীবন টিকে থাকবে।
আরো পড়ুন:এবার ওটিটিতে দেখা যাবে ‘ওরা ৭ জন’
বর্তমান সময়ে চলচ্চিত্রের সঙ্গে বাংলা সিনেমার স্বর্ণযুগ তুলনা করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন। বিশেষ করে চলচ্চিত্র বিষয়ক সভা-সেমিনারে প্রায় ৯৯ শতাংশ মানুষই বলেন; বর্তমান চলচ্চিত্রকে আবার ঘুরে দাঁড়াতে হবে। তবে এই কথার সঙ্গে পুরোপুরি ভিন্নমত পোষণ করেছেন বাংলা সিনেমার স্বর্ণযুগের নায়ক আলমগীর। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার মতে, বাংলা সিনেমা স্বর্ণযুগে ফিরে যাওয়া নয় বরং আরেকটি স্বর্ণযুগ তৈরি করা যার নাম হবে ‘ডিজিটাল স্বর্ণযুগ’।
One thought on “ভাইরাল হয়ে স্টারের জন্ম হয় না : আলমগীর”