যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনামূল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় পটুয়াখালীর বাউফল পৌর এলাকায় লিফলেট বিরতণ পরবর্তী পাবলিক মাঠে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, পটুয়াখালী জেলা সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সুইন আহম্মেদ, বাউফল উপজেলা আহবায়ক খলিলুর রহমান, সদস্য সচিব শাহ মোঃ লিটন, পৌর শাখার আহবায়ক আশরাফ আলী সরদার, জিয়া মঞ্চ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম ইজাজ, বাউফল উপজেলা আহবায়ক মোঃ ফিরোজ, বাউফল উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জুরান, বাউফল উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ সহ বাউফল উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।