চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিনে লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম ডিয়াজের গোলে এই জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এগিয়ে গেলো লস ব্ল্যাঙ্কোসরা। লাইপজিগের মাঠ রেড বুল অ্যারেনাতে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। খেলার ৩ মিনিটেই অফ সাইডে বাতিল হয় লাইপজিগের গোল। রিয়ালের পোস্টে ১৪টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি ছিল ‘অন টার্গেট’। গোলশুন্যতে শেষ হয় প্রথমার্ধ।
আরো পড়ুন:৮ বিভাগেই ক্রীড়া প্রতিষ্ঠান হবে : প্রধানমন্ত্রী
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতেই গোলের দেখা পায় সফরকারীরা। ৪৮ মিনিটে একক নৈপুণ্যে ব্রাহিম ডিয়াজের বাঁ পায়ের চোখধাঁধানো এক গোলে লিড নেয় রিয়াল। চোটের কারণে জুড বেলিংহাম না থাকায় সুযোগটা পেয়েছিলেন ব্রাহিম দিয়াজ। শেষ দিকে লাইপজিগ চেষ্টা করলেও বারবার রিয়ালের রক্ষণ দূর্গে বাধা পায় তারা। অবশেষে ১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।