রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আবাসিক হোটেলকে কেন্দ্র করে ফারুক,মিঠু,ও মামুনের মাদক ও নারী সিন্ডিকেট সহ দুটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয় এবং উক্ত সংবাদের উপর ভিক্তি করে উত্তরা পশ্চিম থান ৃ হাউজ বিল্ডিংয়ে অবস্থিত উত্তরা গেষ্ট হাউজ এবং আব্দুল্লাহপুর টেম্পু স্ট্যান্ড সংলগ্ন অবস্থিত হোটেল ওয়ান ষ্টারে গত ১৭ অক্টোবর অভিযান চালায় পুলিশ।
অভিযানে একাধিক মাদক কারবারী ও দেহ ব্যবসায়ীদের গ্রেফতার করে মামলা দ্বায়ের করেন। তবে সংবাদ দিগন্তের প্রতিবেদনে ভুলবশত উত্তরা সিটি গেষ্ট হাউজের মিঠু এবং হোটেল ওয়ান ষ্টারের মামুনের নাম উঠে আসে।
তবে পুলিশ অভিযানের সময় তারা দুজনেই বাইরে ছিলেন এবং তদন্তে জানা গেছে এসব ব্যবসায় তারা দুজনে জড়িত নন ও এসব বিষয় মিঠু এবং মামুন কিছুই জানেন না। অথচ মামলার এজাহারে তাদের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
তাদের মান ক্ষুন্ন কারার জণ্য একটি কুচক্র মহল উঠে পরে লেগেছে এবং প্রকাশিত সংবাদের মিথ্যা বানোয়াট বলে মিঠু ও মামুন বক্তব্য দিয়েছেন এবং এটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং উক্ত মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া যেতে পারে। তবে মামলার ফারুক, জীবন অন্যান্যরা মাদক ও নারী ব্যবসার সাথে জাড়িত রয়েছে বলে তার সত্যতা পাওয়া গেছে।
ধণ্যবাদন্তে
মিঠু ও মামুন
উত্তরা, ঢাকা।