সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাস্ট্র সংস্কারের মাধ্যমে গনতান্ত্রিক ক্ষমতায় বিএনপির ক্ষমতায় যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কোন ভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন্য পরাজিত আওয়ামী লীগের পেতাত্মারা ষড়যন্ত্র করছে। আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনে দিয়েছে। সে বিজয়কে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র করছে ৫ আগষ্ট গনঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা। হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল বিকাল সাড়ে ৪ টায় খুলনা মহানগরীর ২৯ নং ওয়ার্ড বিএনপির দ্ধিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। প্রধান বক্তার বক্তব্য বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এদেশে বৈষম্য মুলক রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের জন্ম হয়।দীর্ঘ দেড় যুগের অপশাসন, দু:শাসন,অত্যাচার,নিপিড়ন ও নির্যাতনের অবসান হয়েছে। ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে। তা আমাদের প্রতিহত করতে হবে।
২৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম জোয়ার্দার জলির সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম নান্নুর পরিচালনায় সন্মেলনের উদ্ভোধন করেন সদর থানা বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক রেহানা ঈসা,এ্যাড. নুরুল হাসান রুবা,বদরুল আনাম খান,চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, থানার সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, আলী আক্কাস,এ্যাড. শরিফল ইসলাম, এ্যাড.সত্য গোপাল ঘোষ,কাজী রাহাত,সোহরাব হোসেন, কিসমত হোসেন, বাবুল,বেল্লাল হোসেন, সোহাগ,হেলাল হোসেন, শুভ মুন্সি, সাইফুল, সুমন প্রমুখ।
সন্মেলনের দ্ধিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে শফিকুল ইসলাম জোয়ার্দার জলি সভাপতি ও মোস্তফা আলম সহ সভাপতি, তরিকুল ইসলাম সোহান সহ সভাপতি, নাজমুস সাকিব সাধারণ সম্পাদক, সৈয়দ আজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।