এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসান বাবু, সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনার বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে, যা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী। এ প্রেক্ষিতে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তিন কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশ প্রদান করা হলো।