যশোরের মণিরামপুরে অবরুদ্ধ করে রাখা কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পুলিশের এসআই আবু বক্কার। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় পৌরসভার সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে।
আহত পুলিশ অফিসার আবু বক্কর জানান, পৌর কাউন্সিলর বাবুল ও আদমের নেতৃত্বে একদল লোক পৌরসভা কার্যালয়ের সামনে মোশারফ নামে শাড়ি ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায়। এতে আবু বক্কারের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
আরো পড়ুন:ফিলাডেলফিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রেজাউল হোসেন জানান, এই ঘটনার নেতৃত্বদানকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
3 thoughts on “মনিরামপুরে সন্ত্রাসীদের হামলায় এসআই আহত”