সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, বিরোধী দল কী, তা দেখিয়ে দেওয়া হবে। সরকারের ভুল-ত্রুটি ধরে দেওয়ার জন্য যা যা করার তাই করা হবে। সাহসের সঙ্গে সংসদে সরকারের সমালোচনা করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
চুন্নু বলেন, যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এখন বিরোধী দলীয় নেতা। আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পার্পাস সাফ করেনি। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।
জাতীয় পার্টি মহাসচিব আরও বলেন, দলীয় সদস্য যারা নয়, যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা কেন্দ্রে গিয়ে ফুল দেয় এবং সংবাদ সম্মেলন করেন। দল থেকে অব্যহতি দেওয়া লোকগুলো নিউজ করার জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কার্যালয় দখলের কথা বলেছেন। আসলে এটি কোনো দখল নয়। চোরের মত এসে পালিয়ে গেছে। একটি পার্টি চলন্ত ট্রেনের মতো, জাপার চালক ঠিক আছে, মাঝে মাঝে খারাপ যাত্রী উঠলে তাদের বাদ দেওয়া হয়।
আরো পড়ুন: বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের বিবৃতি
4 thoughts on “সাহসের সঙ্গে সংসদে সরকারের সমালোচনা করা হবে: চুন্নু”