কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে স্কয়ার কোম্পানির একটি কাভার্ডভ্যান ও ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ২ জন গুরুতরসহ অন্তত ৬জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: মিয়ানমারের সংঘাতে আতঙ্কে সীমান্তবাসীরা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামমুখি ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজার অভিমুখি স্কয়ার কোম্পানির কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি খাদে ধানক্ষেতে পড়ে যায়। নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক। তবে, হতাহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক ভুইয়া জানান, আহতদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি হেফাজতে নেওয়া হয়েছে।
https://youtu.be/8FgbFvYAEwg?si=oDcnELPX22yE8ynW