রাজধানীর ওয়ারীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) রাত ১০টার পর ওই রেস্টুরেন্টে আগুন লাগে।
আরো পড়ুন:রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আনোয়ারুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার পর সূত্রাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:রাজউক ও গণপূর্তকে সতর্ক হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১৪ মিনিটে ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছিল। খবর পেয়ে ১০টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিটের চেষ্টায় ১৬ মিনিটের মাথায় এক্সটিংগুইশার ব্যবহার করে রেস্টুরেন্টের আগুন নেভানো হয়েছে।