রাজধানীর পুরানা পল্টনের একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নেভানো হয়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, রাত ১০টা ৫ মিনিটে পুরানা পল্টনের একটি বাসায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান এরশাদ হোসেন।
2 thoughts on “রাজধানীর পুরানা পল্টনে বাসায় আগুন”