রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)- এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪৩২ পিস ইয়াবা, ১৫৯ কেজি ৭০০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৩৭ গ্রাম হেরোইন ও ২ বোতল দেশিমদ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:ছুটির দিনেও বাবুবাজার ব্রিজে যানবাহনের দীর্ঘ সারি
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে।
আরো পড়ুন:ঘাটাইলে ওয়ার্কশপ থেকে ১২ বছরের শিশু শ্রমিক নাহিদের রহস্যজনক লাশ উদ্ধার।