লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই দলের সমর্থক ও খেলোয়াড়দের মাঝে বাড়তি উন্মাদনা। আর সেটি যদি কোনো টুর্নামেন্টের ফাইনাল হয়, তাহলে তো কথাই নেই। কোপা আমেরিকা ফুটসাল টুর্নামেন্টের সুপার ক্লাসিকো ফাইনালে তার প্রমাণ আরও একবার মিলেছে। যেখানে আর্জেন্টাইনদের হারিয়ে শিরোপা উল্লাস করেছে ব্রাজিল।
আরো পড়ুন:আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের বড় জয়
রোববার (১১ ফেব্রুয়ারি) প্যারাগুয়ের অস্কার হ্যারিসন স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। তবে গোল পাচ্ছিল না কেউই। প্রথম গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় সেলেসাওদের। শেষ পর্যন্ত ২-০ গোল ব্যবধানে শেষ হাসি হেসেছে ব্রাজিল।
আরো পড়ুন:ডু অর ডাই ম্যাচে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
পুরো আসরে দাপট দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে এবং পরের ম্যাচে পেরুকেও ৪-১ গোলে হারায় তারা। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ব্রাজিলের কাছে হারের তিক্ত স্বাদ পায় আর্জেন্টাইনরা। তবে সেমিতে প্যারাগুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে পুরো আসরে দুর্দান্ত ছিল ব্রাজিলও। বলিভিয়াকে ৭-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে সেলেসাওরা। উরুগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা। এ ছাড়া সেমিতে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে সেলেসাওরা।
One thought on “আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের শিরোপা জয়”