চট্টগ্রামে বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে আবুল কালাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।(০৬ ফেব্রুয়ারি )মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার এস.আই ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: শক্ত ও মজবুত হাড় পেতে করণীয়
স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ উদ্দিন জানান,ভোরের দিকে চাঁনপুর পুকুরিয়া ৬ নং ওয়ার্ড পুর্ব নাটমুড়া গ্রামের আবুল কালাম ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে পারিবারিক ময় মুরুব্বী কবরস্থান জিয়ারত করার মুহূর্তে পেছন থেকে বন্য হাতি আক্রমণ করে।তা স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসলে হাতিটি অন্যত্র চলে যায়।পরে আহত অবস্থায় আবুল কালামকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বর্তমানে মৃত্যু ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।
https://youtu.be/YhDZNci9Up4?si=4Kr4YrbwCsjQfDO6
One thought on “বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে ১ ব্যাক্তির মৃত্যু”