র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কুড়িগ্রাম হইতে সাতক্ষীরাগামী সাদিকা তালুকদার পরিবহন নামের একটি বাসে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করিতেছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অদ্য (১২ ফেব্রুয়ারি) ২০২৪ ইং সোমবার তারিখ রাত্রি ১২:৫০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন টেংরামাগুর বাজারে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে “আল ফারুক স্টোর” মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। গ্রেফতার কৃত আসামীরা হলেন উভয়ের রংপুর জেলার কোতোয়ালী থানার রসুলপুর এলাকার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে ফিরোজুল ইসলাম (৩৩) ও একই থানার রহমতপুর এলাকার মৃত হোসেন আলী ছেলে জাহিদ হোসেন (২৫) কে নিজ হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগে রক্ষিত ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ৪টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
https://youtu.be/8FgbFvYAEwg?si=XBVgOXRHqgGIu50o