গত ১৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নারচী এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথে আসামী মোঃ রায়হান আলী (৪০) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়।
উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে গত ২১/০১/২০২৪ ইং তারিখে বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করে। যার নং-২২, তারিখ ২১/০১/২৪ ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে অদ্য (৮ ফেব্রুয়ারি) ২০২৪ ইং বৃহস্পতিবার তারিখ ০০.১০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামী এক অপহরণকারীকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামি বগুড়া জেলার শাজাহানপুর থানার নাড়িয়া গ্রামের মো; চাঁন মিয়া ওরফে চাদ এর ছেলে মো; রায়হান আলী (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
https://youtu.be/8FgbFvYAEwg?si=Jai2PLbqwKkBpRXW