বগুড়ার আদমদীঘির সান্তাহারের বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জনির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু
শনিবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার-নওগাঁ মেইনরোডে ঘোড়াঘাট ব্যবসায়ী সমিতি ঘন্টাব্যপী এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় সন্ত্রাসীরা মুখোশ পড়ে মোটরসাইকেলযোগে ব্যবসায়ী জনির পথরোধ করে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা চালায়। স্থানিয়রা গুরুতর আহত জনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় বৃহস্প্রতিবার নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়। মানববন্ধনের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সান্তাহার বনিক সমিতির সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, ঘোড়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক
মোহাম্মদ আলী, আহত জনির বড় ভাই ব্যবসায়ী সনি, স্থানিয় ব্যবসায়ী মতি, সুইট ও এমরানসহ শতাধীক ব্যবসায়ীরা।
https://youtu.be/jUzwZkxWV9k?si=ZY3LsnTR_tMfw9o8
One thought on “সান্তাহারে ব্যবসায়ীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ”