খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে হরিনটানা থানা পুলিশ ২১ অক্টোবর সকাল ১০ টায় নগরীর জিরো পয়েন্ট মোড় হতে ৪০ বোতল ফেনসিডিল সহ আবু বক্কর গাইন (৬৭) জেলা, সাতক্ষীরাকে হাতে নাতে গ্রেফতার করেছে।
উল্লেখ্য ফেনসিডিল বহনকারী আবু বক্কর গাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার চাদখালী গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে চাদখালী ইউনিয়নের মেম্বর বলে জানা যায়। মাদকের উৎস এর সাথে জড়িত ব্যাক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলে জানা গেছে।