২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের শহীদ মিনারে ফুল দেয়ার সময় মাইক দিয়ে নাম ডাকতে দেরি হওয়ায় ও ফুল দেয়ার সময় ছবি না তোলার কারনে এলাকার কিছু উচ্ছৃঙ্খল অছাত্র কলেজ শিক্ষক ও হিসাব রক্ষক জাহাঙ্গীর হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার পরের দিন ২২ ফেব্রুয়ারী বিকালে উপজেলার দমদমা গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ জাহিদ(২৫), মোঃ সৈয়দ হোসেনের ছেলে মোঃ মাহিম(২৪) ও ফুলবাড়িয়া গ্রামের মোঃ মোমেনের ছেলে আশিক(২৬) এক শিক্ষার্থীকে ভর্তি করাতে কলেজে যায়। কলেজে ভর্তির নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় কলেজ কতৃপক্ষ ভর্তি নিতে অস্বীকৃতি জানান। এরই ধারাবাহিকতায় কলেজে ভর্তি করাতে না পেরে ক্ষিপ্ত হয়ে গতকাল ২২ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন কলেজের প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে যাওয়ায় জন্য বাহির হয়।
আরো পড়ুন:ক্ষমতা প্রয়োগে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে : রাষ্ট্রপতি
এসময় উপরে উল্লেখিত বিবাদীরা অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র লোহার রড, এস এস পাইপ দিয়ে আতর্কিত হামলা চালিয়ে হাতে- পায়ে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে। এতে জাহাঙ্গীর হোসেনের হাতের কব্জির হাড় ভেঙ্গে যায় এবং পায়ের হাটুতে লোহার রডের আঘাতে থেতলে যায়। তার আর্তচিৎকারে কলেজ কতৃপক্ষ এগিয়ে আসে এবং হিসাব রক্ষক জাহাঙ্গীরকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী ফারজানা আক্তার।
আরো পড়ুন:শিরোনামহীনের নতুন গান প্রকাশ
2 thoughts on “সোনারগাঁও সরকারি কলেজের হিসাব রক্ষক জাহাঙ্গীরের উপর হামলা”