সাতক্ষীরা পৌর এলাকায় অবৈধ জান ডাম্পার ও হল্লা গাড়ি , টলি চলাচলের কারণে রাস্তাঘাটের ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি হচ্ছে। জানা যায়, সাতক্ষীরা বেতনা নদী থেকে মাটি ও বালু উত্তোলন করে কিছু প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির নির্দেশে বিক্রয় করা হচ্ছে এসব মাটিও। শহরের ঝুটিতলা মোড় কলেজ মোড় রেস্টি অফিস মোড় ফুড অফিস মোড় কাঠিয়া বাজার দিয়ে চলাচল করে এসব যানবাহন এবং শহরের বিভিন্ন স্থানে পুকুর বিল ভরাট করার টেন্ডার নিয়ে অবৈধ যানে করে পৌঁছে দেয়া হচ্ছে সেসব স্থানে।
আরো পড়ুন:সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিল সহ নারী মাদক কারবারি গ্রেফতার
সংশ্লিষ্ট বিষয়ে টলিআলা ও ডাম্পার ট্রাক চালকদের সাথে কথা বললে তারা বলেন অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালী কিছু নেতা আমরা তাদের আন্ডারে থেকে কাজ করে থাকি তবে এ বিষয়ে আমরা শুনেছি পৌরসভার ভিতরে টলি ও ডাম্পার ট্রাক চলাচল নিষিদ্ধ করেছেন পৌরসভার কর্মকর্তারা। তারপরও জোরজবরপূর্বক আমাদেরকে ভয়-ভীতি দেখিয়ে টলি চলাচলের নির্দেশ দেন কিছু প্রভাবশালী নেতারা এতে আমাদের কোন দোষ নেই। তারা আরো বলেন, আমরা জানি এসব যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ও জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, বর্ষা হলে কাদামাটি হয়ে যায় রাস্তাঘাট গুলো এতে ব্যাপকভাবে এক্সিডেন্ট ও ঘটে।
আরো পড়ুন:সাতক্ষীরায় ইটভাঙা মেশিন উল্টে কলেজছাত্র নিহত
দুই নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপার সাথে কথা বললে নি বলেন আমি কাউকে অনুমতি দেই নাই তারা গায়ে জোর খাটিয়ে এ কাজ করছে। তিনি বলেন আমি বারবার বন্ধের নির্দেশ দিলেও তারা আমাদের নির্দেশ অমান্য করে এসব কাজ করে যাচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছে সাধারণ জনগণ ও সাতক্ষীরা পৌর এলাকার জনপ্রতিনিধিগণ। বিষয়টি দ্রুত নজরে এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।