বগুড়া সান্তাহার জংশন স্টেশন এলাকায় অনলাইন পয়েন্ট নামক একটি দোকানে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে উচ্চ মূল্যে টিকেট কালোবাজারি চক্রের এক সদস্য কে গ্রেফতার করেছেন সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বুধবার রাত্রি আনুমানিক ৮:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন রেলওয়ের টিকেট একটি দোকানে ট্রেনের টিকেট কালোবাজারি উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় অভিযান চালিয়ে বারটি বিভিন্ন ট্রেনের ২৩ টি সিটের টিকেট সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: হারুন অর রশিদ (৩৩) থানা ও জেলা নওগাঁ বোয়ালা ইউনিয়নের দোগাছী গ্রামের মোহাম্মদ নিজামুদ্দিন এর ছেলে।
আরো পড়ুন:পলাশবাড়ীতে দুই বাইকের সংঘর্ষ, গ্রাফিক ডিজাইনার নিহত
বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, টিকিট উচ্চমুল্যে কালোবাজারিতে বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তার বিরুদ্ধে রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এং আসামিকে আজ সকালে বগুড়া আদালতের প্রেরণ করা হয়েছে। ট্রেনের টিকেট কালোবাজারি উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় অভিযান চালিয়ে বারটি বিভিন্ন ট্রেনের ২৩ টি আসনের বিভিন্ন ট্রেনের বিভিন্ন তারিখের ১৪ টি অনলাইন টিকেট, কম্পিউটারে থাকা ৯০ বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করেন পুলিশ। এ সময় রেলের টিকেট কালোবাজারি মাধ্যমে উচ্চমূল্যে বিক্রি করার সময় একজন গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত ট্রেনের টিকেট কালোবাজারি চক্র সদস্য নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেখপুরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো: শাহরুল ইসলাম গোলাপ (৩০), পিতা: গোলাম মোস্তফার ছেলে।
আরো পড়ুন:বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, টিকিট উচ্চমুল্যে কালোবাজারিতে বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার বিরুদ্ধে রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিকে আজ সকালে বগুড়া আদালতের প্রেরণ করা হয়েছে।