বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় যানবাহনের টায়ার পুড়ে অভিনব কায়দায় অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি করে পরিবেশ দূষণের দায়ে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক এক কারখানার অভিযুক্তকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে সান্তাহার পৌর শহরের বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় অবস্থিত ফারজানা টিসাক্লিং ওয়েল প্লান্ট নামক কার খানায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনের নেতৃত্বে বগুড়া র্যাব-১২ সদস্যদের সহোযোগিতায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
আরো পড়ুন:আদমদীঘি মডেল স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ
স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় এক শ্রেণীর অর্থলোভি ব্যক্তি বেশ কিছু দিন ধরে বিভিন্ন যানবাহনের টায়ার পুড়ে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানায় অভিনব কায়দায় অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি করায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছিলো। গতকাল রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন র্যাব-১২ সদস্যদের সহোযোগিতায় বশিপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার অভিযুক্তকে পৃথক ভাবে মামলার দুটি ধারায় ১লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করে।
আরো পড়ুন:অধিনায়কত্বের মুকুট পরেই মাঠে ফিরছেন পান্ত
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
One thought on “সান্তাহারে তেল তৈরির কারখানায় জরিমানা”