বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছামির ইসলামকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করার ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে আহত ছামিরের বড় ভাই ছাব্বির হোসেন এই অভিযোগটি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সান্দিড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে ছামির প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুর দেড় টায় সান্তাহার সরকারি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য যায়। এ সময় ছামির কলেজের গেটে পৌঁছামাত্রই পূর্ব পরিকল্পিতভাবে সান্দিড়া গ্রামের মিঠুর ছেলে রিফাত (২০), নামা পোঁওতা গ্রামের সিয়াম (২১),অকৈ (২০) ও সান্তাহার হাটখোলা বাঁধন (২২) দলবল নিয়ে তাকে এলোপাথারিভাবে মারপিট করে আহত করে।
আরো পড়ুন:নির্যাতনের বিচার একদিন হবেই : নজরুল
স্থানীয়রা আহত ছামিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।