বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সান্তাহার পৌরসভার উদ্যোগে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধার নামে পোস্ট অফিস পাড়া রাস্তার নামকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) রবিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জুর নামে পোস্ট অফিস পাড়া রাস্তার নামকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আরো পড়ুন:আদমদীঘিতে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
রাস্তার নামকরণ কাজের শুভ উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভু্ট্টু। এ সময় পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ওয়ার্ড কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, বিএনপি নেতা এহসান গুড্ডু, মামুনুর রশীদ, ব্যাবসায়ী বেলাল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।