টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মণ্ডলের ছেলে ভ্যানচালক সাত্তার (৪০) ও কুর্শাবেনু এলাকার আব্দুল হক খানের ছেলে মমিন (৩৭)।
আরো পড়ুন:বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিচ্ছে : আইনমন্ত্রী
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এস আই) নাজমুল ইসলাম জানান, গোহালিয়াবাড়ী থেকে ভ্যানে করে কাঁচামাল নিয়ে হাটে যাচ্ছিলেন চালক সাত্তার। এ সময় হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানের চালকসহ দুইজন নিহত হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন:সাহসের সঙ্গে সংসদে সরকারের সমালোচনা করা হবে: চুন্নু