গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামে এক গ্রাফিক ডিজাইনার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। স্বদেশ উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুদেব চন্দ্র-তপতী রাণী দম্পতির ছেলে। স্বদেশ চন্দ্র রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইনে সম্প্রতি পড়ালেখা শেষ করেছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ চন্দ্র। পথে পলাশবাড়ির বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি বাইকের সাথে তার বাইকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় স্বদেশ। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যায় স্বদেশ।
এব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইন-চার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন স্বদেশ নামে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।.
https://www.youtube.com/watch?v=YhDZNci9Up4
2 thoughts on “পলাশবাড়ীতে দুই বাইকের সংঘর্ষ, গ্রাফিক ডিজাইনার নিহত”