সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সজীব খাঁন এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই/মোঃ তাকবীর হোসাইন, সঙ্গীও এসআই/মোঃ জিন্নাহ আহম্মেদ, এএসআই/লস্কর জোবায়ের হোসেন ও সঙ্গীয় ফোর্স মাদক সংক্রান্তে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ, সময় ভোর ০৫.৪৫ টার সময় ফারুক সরদার, এর বসতবাড়ী হতে মোছাঃ রেশমা খাতুন(৩৫) নামে একজন মহিলাকে গ্রেফতার করেন সাতক্ষীরা সদর থানা পুলিশ।
রেশমা খাতুন কাথন্ডা (কয়েরপাড়া) গ্রামের বাসিন্দা বলে জানা যায় তিনি দীর্ঘদিন মাদকের ব্যবসার সাথে জড়িত ছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে সাতক্ষীরা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই এ সময় মোছা: রেশমা খাতুনের বসতবাড়ী তল্লাশি করে তার দেখানো মতে বসতঘরের সামনের গোডাউন ঘর থেকে একটি বস্তায় রক্ষিত মোট ৪৬ বোতল ফেনসিডিল, ওজন ৪.৬ লিটার, মূল্য অনুমান ১,৩৮,০০০/- টাকা উদ্ধার করা হয়| ওই এলাকার সাধারণ মানুষ সাতক্ষীরা সদর থানা পুলিশকে ধন্যবাদ জানান| তারা বলেন এভাবে মাদকের অভিযান অব্যাহত থাকলে সাতক্ষীরা মাদক মুক্ত একটি জেলায় পরিণত হবে।
এ সংক্রান্তে সাতক্ষীরা সদর থানায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে,বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মো: মইদুল ইসলাম।
2 thoughts on “সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিল সহ নারী মাদক কারবারি গ্রেফতার”