খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে গুইমারা থানা পুলিশ। গত শুত্রুবার (১মার্চ)রাত সাড়ে ৮টার দিকে গুইমারা থানার উপ-পরির্দশক (এসআই নিঃ) মো. আমিনুল ইসলাম ভূঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানাধীন গুইমারা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ডাক্তার টিলা নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর হইতে আসামী দারাছ চন্দ্র চাকমা(২২) কে একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, ০২(দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী -দারাছ চন্দ্র চাকমা (২২) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কান্তমনি চাকমা পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ,রাঙ্গা মনি চাকমা,র ছেলে।
গুইমারা থানা পুলিশ সূত্রে জানা গেছে আসামী দারাছ চন্দ্র চাকমা(২২) কে তার দেহ তল্লাসী চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, ০২(দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত
One thought on “খাগড়াছড়িতে অস্ত্রসহ যুবক আটক ”