গাজীপুরে একটি মোজার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় গ্লোব গ্লোভস নামে একটি কারখানায় আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন:দেশে খাদ্য ঘাটতি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
আরো পড়ুন:বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : নাছিম
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
One thought on “গাজীপুরে মোজার কারখানায় আগুন”