জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সোমবার স্থানীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই মিলন মেলায় আলোচনা সভা, র্যাফেল ড্র, প্রীতিভোজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গনি শোভন (সিআইপি)।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, গাইবান্ধা বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুলস্নাহ আল ফেরদৌস চৌধুরী, নাসিব গাইবান্ধা জেলা সভাপতি প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রকৌশলে জানে আলম সোহেল, নারী উদ্যোক্তা কাউন্সিলের জেলা সভাপতি মাহবুবা সুলতানা, বেলাল হোসেন, গোলাম কিবরিয়া, সিফতান খান প্রমুখ।
মিলনমেলায় নাসিবের ১৩০ নারী-পুরুষ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও সেরা উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।