বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা ও বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।
সংগঠনের জেলা সভাপতি আজাদ মো. আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মো. সোহেল মাহমুদ, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম এটিএম ফরহাদ হোসেন, সংগঠনের সহ-সভাপতি হারুন অর রশিদ, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান দুদু প্রমুখ। এর আগে সংগঠনের প্রয়াত সদস্য মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় বার্ষিক রিপোর্ট, আয়-ব্যয়ের হিসাব, সংগঠনের জন্য নিজস্ব জায়গা সহ সংস্থার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
One thought on “গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভা”