গাইবান্ধা সদর উপজেলায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের নশরৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের সেলিম মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫) ও সাঘাটা উপজেলার কুকড়ারহাট গ্রামের মজিদুলর হকের ছেলে আব্দুল মতিন (২৮)।
আরো পড়ুন:গাইবান্ধায় গাঁজাসহ মাদক কারবারি আটক
স্থানীয়রা জানান, ওই দুই যুবক মোটরসাইকেল চালিয়ে বাদিয়াখালি থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথে সদরের নশরতপুর এলাকায় বিপরীতমুখী ধান বোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাক ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি থানায় নেয়া হয়েছে।
2 thoughts on “গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত”