গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যক্ষ মোখলেছুর রহমান (৮৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে তিনি শহরের সাদুল্যাপুর রোড পশ্চিমপাড়ার বাসায় দুর্ঘটনাজনিত কারণে অসুস্হ’ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি মোখলেছুর রহমান সাদুল্যাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি পলাশবাড়ি-সাদুুল্যাপুর আসনের এমপি ও পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
আরো পড়ুন:গাইবান্ধায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত
এদিকে প্রবীণ রাজনীতিক, সাংবাদিক ও সমাজসেবী মোখলেছুর রহমানের মৃত্যুর সংবাদে শহরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। শোকাচ্ছন্ন মানুষ তাকে এক নজর দেখতে তার পশ্চিমপাড়ার বাসায় ভিড় করেন। সোমবার বাদ মাগরিব গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তাঁর শোক সমস্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, শাহাবুল শাহীন তোতা, আসাদুজ্জামান মামুন, আব্দুল মান্নান চৌধুরী, উজ্জল চক্রবর্ত্তী, উত্তম সরকার, কুদ্দুস আলম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু, খুরশিদ বিন আতা খসরু, সরদার মো. শাহীদ হাসান লোটন, খায়রুল ইসলাম,আঃ জলিল মন্ডল, এবিএম ছাত্তার, রজতকান্তি বর্মন, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এম আবদুস সালাম, রাসেল আহমেদ লিটন, মমতাজুল ইসলাম লিয়াকত, আফতাব হোসেন, আফরোজা লুনা, প্রবাল চৌধুরী, ফারুক হোসেন, রেজাউল হক মিতা, জান্নাতুল ফেরদৌস জুয়েল, মো. ফজলে রাব্বী মন্ডল, রিকতু প্রসাদ, সুজন প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী, মো. শামসুজ্জোহা, আবু সাঈদ সুমন, আনোয়ারা বেগম।
One thought on “গাইবান্ধায় সাবেক এমপি সাংবাদিক অধ্যক্ষ মোখলেছুর রহমানের মৃত্যু”