গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার রাতে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে ‘লোকজ সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা লোকসংগীত অঙ্গন এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘কু-অভ্যাস ত্যাগ করি, সংস্কৃতি চর্চা করি, সেবার কাজে ঝাঁপিয়ে পড়ি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরের সহধর্মিনী মাছুমা আখতার। সংগঠনের পরিচালক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমান, উদীচী জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া, জাহানারা আলম সংগীত বিদ্যালয়ের পরিচালক খাজা সুজন, লোকসংগীত শিল্পী সিরাজুল ইসলাম সোনা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।