বাদীর দায়েরকৃত অভিযোগের তথ্য বিবরনী হতে জানা যায়, গত ২৮-০২-২৪ খ্রি. ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের ধলায়েরচর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মেহেদী হাসান আনুমানিক দুপুর ১:৩০ ঘটিকায় দাখিল পরিক্ষা শেষে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বখাটে ছেলেদের হামলার শিকার হন তিনি। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২:৩০ ঘটিকায় সে মারা যায়।
আরো পড়ুন:ফরিদপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘পিতা’ এবং ‘মুজিব মঞ্চ’ এর উদ্ধোধন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে নিহত মেহেদী হাসানের সাথে আসামিদের বিরোধ পুর্বের। তারই জেরে ঘটনার দিন দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর অভিযোগে আসামী অপু, নয়ন, শুভ, রাকিব ও তামিম নামে পাঁচ বখাটে দেশিয় অস্রে সজ্জিত হয়ে তাকে তাড়া করে এবং নিহতের বাড়ির সামনেই তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্র দিয়ে মাথায় আঘাত করে। মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
আরো পড়ুন:ফরিদপুরে আলোচিত শিশু হত্যায় :এক জনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন
এ ঘটনায় উক্ত পাঁচ বখাটের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ভিকটিমের পরিবার একটি মামলা দায়ের করেছে এবং ইতিমধ্যে শুভ ও তামিম নামের দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।
One thought on “আলফাডাঙ্গায় বখাটেদের অস্ত্রের আঘাতে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু”