বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামে গতকাল সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকার সময় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অন্তত পাঁচ জন আহত হয়েছে।
আহতদেরকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহতরা হলো ইসবপুর গ্রামের মীর বকস শেখের ছেলে আজিজার রহমান (৫৫) একই গ্রামের আজিজার রহমানের ছেলে রাজীব হোসেন (৩৬) ও রাকিব হোসেন (৩২) সিরাজুল ইসলামের ছেলে সোলায়মান শেখ (২৬) গোলাপ ফকিরের স্ত্রী মোরশেদা বেগম (৪০) স্থানীয় সূত্রে জানা যায়, ইসবপুর গ্রামের বাসিন্দা মোরশেদা বেগমের স্বামী গোলাপ ফকিরের নিজস্ব জমিতে বেড়ে ওঠা কাঁঠাল গাছের ডাল পার্শ্ববর্তী আজিজার রহমানের জমিতে হেলে গেলে তার জমির সীমানা বরাবর কেটে ফেলার জন্য গাছ মালিক গোলাপ ফকিরকে বললে তার সম্মতিক্রমে জমির সীমানার উপর বরাবর গাছের ডাল কেটে ফেলে আজিজার। গাছের ডাল বেশি কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে লাঠি দ্বারা মারা মারি সংগঠিত হলে এতে করে উভয় পক্ষের ৫ জন আহত হয়।
আহতদেরকে স্থানীয় লোকজন তৎক্ষনাৎ আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, কোনো পক্ষ এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://youtu.be/8FgbFvYAEwg?si=RToiR5hxnlQPVV7T
One thought on “আদমদীঘিতে মারামারির ঘটনায় পাঁচজন আহত”