বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে গতকাল রবিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচজনকে মাদক সেবনের সময় হাতে নাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সার্কেলের সদস্যরা।
আরো পড়ুন: আদমদীঘিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গতকাল (৪ ফেব্রুয়ারি) রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।দন্ডপ্রাপ্ত আসামিরা হলো নওগাঁ জেলার সদর উপজেলার কাদোয়া দেবুপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে নাহিদ হাসান (২৪) কে অ্যালকোহলযুক্ত মদ পানের দায়ে ৫০০০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, একই এলাকার মিজানুর রহমানের ছেলে রাসেল রানা (২৫) কে গাঁজা সেবনের দায়ে ৫০০০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, একই উপজেলার নতুন শাহপুর গ্রামের দুলাল মন্ডলের ছেলে মানিক হোসেন (৩২) কে অ্যাম্পুল ইনজেকশন নেওয়ার দায়ে ১৭০ টাকা জরিমানা ও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
একই উপজেলার দোগাছি গ্রামের ফজলুর রহমানের ছেলে খুকু (৪৬) কে অ্যাম্পুল ইনজেকশন নেওয়ার দায়ে ২০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনির মহল্লার মঈনুদ্দিন খানের ছেলে শাহাবুদ্দিন খান (৩২) কে ৫০০০ টাকা জরিমানা ও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সার্কেলের পরিদর্শক এসএম এলতাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার নেশা জাতীয় মাদক সেবনের সময় হাতে নাতে আটক করে রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের তাদেরকে বিভিন্ন মেয়াদে কারদন্ড ও অর্থদন্ড প্রদান করে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরো পড়ুন: চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ৯৯
https://youtu.be/jUzwZkxWV9k?si=Tb-5wzJc8cdO_Rqh
8 thoughts on “আদমদিঘীতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের দন্ড”