বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ইন্দোইল নামক স্থানে রাতে ট্রাকের ধাক্কায় পবিত্র চন্দ্র মন্ডল নামের একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত পবিত্র চন্দ্র মন্ডল (৫২) নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভুবন গ্রামের নারায়ন চন্দ্র মন্ডলের ছেলে। গত কাল আজ (৩ ফেব্রুয়ারি) শনিবার রাত সাড়ে সাত ঘটিকার সময় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
আদমদিঘী থানা পুলিশ সূত্রে গেছে নিহত ,পবিত্র চন্দ্র মন্ডল তার নিজ বাড়ী নওগাঁ জেলার বদল গাছি থানার ভুবন গ্রাম থেকে মোটরসাইকেলের পিছনে ধানের চারা নিয়ে আজ শনিবার বিকেলে বাড়ী থেকে রওনা হয়ে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ভাটোহালী গ্রামে তার শালীকা তৃপ্তি রাণীর বাড়ীতে পৌঁছে দিয়ে ফেরার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দোইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাহিদ এ্যান্ড ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ঢাকা মেট্রো ট-২০৫৪০০ নম্বরের একটি ট্রাক ধাক্কা দিলে পবিত্র চন্দ্র মন্ডল ছিটকে পরে গুরুত্বর আহত হয় এবং মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন পবিত্র চন্দ্র মন্ডলকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের পরিবার খবর পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।
https://youtu.be/jUzwZkxWV9k?si=GgmMc20OGPDRxzmr