“স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত হবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ার আদমদীঘিতে পৃথক আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। পৃথক দুটি দিবস উপলক্ষে ২৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস ও পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালী বেরা করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মাননীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হক, আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
One thought on “আদমদীঘিতে স্থানীয় সরকার ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন”