বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, যেকোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আওয়ামী লীগকে সরিয়ে পুনরায় নির্বাচন করা হবে। ৭ জানুয়ারি শুধু বিএনপি ভোটাররা নয়, আওয়ামী লীগের ভোটাররাও ভোট দেননি। ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবে সরকার বিএনপিকে নিষিদ্ধের অপচেষ্টা করছে দাবি করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতেছেন। এজন্য বিএনপিকে নিষিদ্ধ করার অপচেষ্টা করছেন তারা।
আরো পড়ুন:আদমদিঘীতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের দন্ড
ক্ষমতাসীনরা গণতন্ত্রকে হরণ করেছে অভিযোগ করে ড. মঈন খান আরও বলেন, রাজপথের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো মূল্যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে; আওয়ামী লীগকে সরিয়ে পুনরায় নির্বাচন হবে।
One thought on “আ.লীগকে সরিয়ে আবারও নির্বাচনের আশা মঈন খানের”