তুরস্কে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার দেশটির কেন্দ্রীয় প্রদেশ আকসারায়ে একটি বাস উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গভর্নর মেহমেত আলি কুম্বুজোগ্লু সাংবাদিকদের বলেছেন, আকসারে-আঙ্কারা মোটরওয়েতে ঠিক কী কারণে বাসটি উল্টে গেলো তা স্পষ্ট নয়।
যাত্রীবাহী বাসটি পশ্চিমাঞ্চলীয় বালিকেসি প্রদেশ থেকে মধ্য তুরস্কের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কাপ্পাডোসিয়া অঞ্চলে দিকে যাচ্ছিল। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
গভর্নর মেহমেত বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।