ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩৫লক্ষ টাকা মুল্যের ২শ ১৫ বস্তায় ৬হাজার ২শ৮৫ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে।
বুধবার (১৬ সেস্টেম্বর) সকালে র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার র্যাব-১৪, পিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পৌরসভা এলাকায় একটি অসাধু ব্যবসায়ি চক্র বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা মজুদ করেছে বিক্রির জন্য এই খবর পাওয়ার পর র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়কের নির্দেশে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিজিবির টহল টিমের সহযোগিতায় মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আকন্দপাড়ায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেন ।
ওই সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে অবৈধ ভাবে ভারতীয় জিরার মজুদদার ওয়াদুদ মাস্টার (৩৮) সিরাজুল (৩২) জাহাঙ্গীর (৫০) ও মোহাম্মদ আলী (৪২) গং পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২শ ১৫ বস্তায় মোট ৬হাজার ৩শ ৮৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে, জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক মূল্য ৩৫লক্ষ ১১ হাজার ৭শ ৫০ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সময় র্যাব সদস্যরা উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানতে পায় পলাতক জিরা মজুদদাররা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় জিরা শুল্ক ফাকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে ব্যবসা করে আসছিলো ।
পলাতক ওই অবৈধ জিরা মজুদদারদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়েরপূর্বক আলামত হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ আরো জানায় প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব, সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব-১৪ তাঁর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।