ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৫০ পিস ইয়াবা সহ মোঃ জালাল মিয়া (৩৯) নামে একজন গ্রেফতার করেছে থানা পুলিশ
ঘটনার বিবরণে প্রকাশঃ ২ নভেম্বর রাত ২১.৪৫ ঘটিকার সময় নাসিরনগর থানায় কর্মরত এসআই(নিঃ)মোঃ নূরে আলম, এএসআই মোহাম্মদ হোসেন, এএসআই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে অত্র থানাধীন ০২ নং ভলাকুট ইউপিস্থ বাঘী গ্রামের জনৈক জয় সেনের বাড়ির সামনের রাস্তার উপর থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ বাঘী গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র জালাল মিয়া (৩৯)কে গ্রেফতার করে নিয়মিত ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।