পটুয়াখালীর বাউফলে নববধূর রুমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় নববধূর ভাসুর হেলাল গাজী (৩৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার চর কারখানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷ নিহত হেলাল গাজী চর কারখানা গ্রামের গাজী বাড়ির মৃত মো. খালেক গাজীর সন্তান। তার মৃত্যুতে দুই শিশু সন্তান ও স্ত্রী অসহায় হয়ে পড়েছে। নিহত হেলাল গাজী পেশায় একজন দিনমজুর। স্থানীয়রা জানায়, গতকাল বুধবার তার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে। রাতে ছোট ভাই ও তার নববধুর ঘরের বৈদ্যতিক পাখা নষ্ট হয়ে যায়।
আজ দুপুরে পাশের ঘর থেকে নববধুর ঘরে পাখায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন দিনমজুর হেলাল গাজী। সংযোগ কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
এ বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি বৈদ্যুতিক কাজে অপেশাদার। নতুন ফ্যানে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। রাতেই মরহুমকে দাফন করা হবে বলে জানান তিনি।