Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৩৭০ আসনে জিতে বড় সিদ্ধান্ত নেব: মোদি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১৩ Time View

সম্ভবত লোকসভা নির্বাচনের আগে বর্তমান লোকসভায় নিজের শেষ ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্টের ভাষণ নিয়ে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে বিতর্কের জবাব দিচ্ছিলেন তিনি। সেখানেই ভারতের এই প্রধানমন্ত্রী দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩৭০টি আসন পাবে। আর এনডিএ-র আসনসংখ্যা চারশ ছাড়িয়ে যাবে। এখানেই থামেননি মোদি। তিনি জানিয়েছেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তিনি কিছু বড় সিদ্ধান্ত নেবেন, যা আগামী এক হাজার বছরের জন্য ভিত তৈরি করে দেবে। তবে মোদি কী বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেবিষয়ে কিছু বলেননি। তিনি জানিয়েছেন, মোদির গ্যারান্টি, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সরকার দেশকে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি করবে।

আরো পড়ুন:‘ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন লালকৃষ্ণ আদভানি

মোদি বলেছেন, ‘আমাদের তৃতীয়বার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। আর একশ থেকে ১২৫ দিনের মধ্যেই তা হয়ে যাবে। আমি দেশের মুড দেখতে পাচ্ছি। এর ফলে এনডিএ-র আসনসংখ্যা চারশ ছাড়িয়ে যাবে। বিজেপি তো অন্ততপক্ষে ৩৭০টি আসন পাবে।’ মোদি বলেন, জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী মনে করতেন, ভারতীয়রা অলস ও কমবুদ্ধিসম্পন্ন। এই মানসিকতার জন্য ভারতের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তিনি দেশের মানুষের ওপর পুরো বিশ্বাস রাখেন। মোদির দাবি, কংগ্রেস পরিবারতন্ত্র থেকে বের হতে পারেনি। তাদের সামনে বিরোধী দলের ভূমিকা পালনের সুযোগ এসেছিল। সেই সুযোগও তারা হাতছাড়া করেছে। মল্লিকার্জুন খাড়গে তো রাজ্যসভায় চলে গেছেন। গুলাম নবি তো পার্টি থেকেই চলে গেছেন।

আরো পড়ুন:প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ব্রিটিশ এমপিরা

মোদি বলেছেন, কংগ্রেস ওই পরিবারকেই বারবার নানাভাবে সামনে উপস্থাপন করছে। তাতে কোনও লাভ হচ্ছে না। অধীরবাবুকে দেখে কষ্ট হয়। তাকেও পরিবারতন্ত্রের পুজো করতে হয়। এদিকে লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রনায়ক হতে পারলেন না। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন অশোভনীয় বক্তব্য শুনব বলে আশা করিনি। তিনি যেখানে ছিলেন, সেখানেই থেকে গেছেন। আশা করেছিলাম, তিনি রাষ্ট্রনায়কের মতো এগোনোর চেষ্টা করবেন।  তিনি কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালবাসেন।’

One thought on “৩৭০ আসনে জিতে বড় সিদ্ধান্ত নেব: মোদি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

৩৭০ আসনে জিতে বড় সিদ্ধান্ত নেব: মোদি

Update Time : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

সম্ভবত লোকসভা নির্বাচনের আগে বর্তমান লোকসভায় নিজের শেষ ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্টের ভাষণ নিয়ে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে বিতর্কের জবাব দিচ্ছিলেন তিনি। সেখানেই ভারতের এই প্রধানমন্ত্রী দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩৭০টি আসন পাবে। আর এনডিএ-র আসনসংখ্যা চারশ ছাড়িয়ে যাবে। এখানেই থামেননি মোদি। তিনি জানিয়েছেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তিনি কিছু বড় সিদ্ধান্ত নেবেন, যা আগামী এক হাজার বছরের জন্য ভিত তৈরি করে দেবে। তবে মোদি কী বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেবিষয়ে কিছু বলেননি। তিনি জানিয়েছেন, মোদির গ্যারান্টি, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সরকার দেশকে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি করবে।

আরো পড়ুন:‘ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন লালকৃষ্ণ আদভানি

মোদি বলেছেন, ‘আমাদের তৃতীয়বার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। আর একশ থেকে ১২৫ দিনের মধ্যেই তা হয়ে যাবে। আমি দেশের মুড দেখতে পাচ্ছি। এর ফলে এনডিএ-র আসনসংখ্যা চারশ ছাড়িয়ে যাবে। বিজেপি তো অন্ততপক্ষে ৩৭০টি আসন পাবে।’ মোদি বলেন, জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী মনে করতেন, ভারতীয়রা অলস ও কমবুদ্ধিসম্পন্ন। এই মানসিকতার জন্য ভারতের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তিনি দেশের মানুষের ওপর পুরো বিশ্বাস রাখেন। মোদির দাবি, কংগ্রেস পরিবারতন্ত্র থেকে বের হতে পারেনি। তাদের সামনে বিরোধী দলের ভূমিকা পালনের সুযোগ এসেছিল। সেই সুযোগও তারা হাতছাড়া করেছে। মল্লিকার্জুন খাড়গে তো রাজ্যসভায় চলে গেছেন। গুলাম নবি তো পার্টি থেকেই চলে গেছেন।

আরো পড়ুন:প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ব্রিটিশ এমপিরা

মোদি বলেছেন, কংগ্রেস ওই পরিবারকেই বারবার নানাভাবে সামনে উপস্থাপন করছে। তাতে কোনও লাভ হচ্ছে না। অধীরবাবুকে দেখে কষ্ট হয়। তাকেও পরিবারতন্ত্রের পুজো করতে হয়। এদিকে লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রনায়ক হতে পারলেন না। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন অশোভনীয় বক্তব্য শুনব বলে আশা করিনি। তিনি যেখানে ছিলেন, সেখানেই থেকে গেছেন। আশা করেছিলাম, তিনি রাষ্ট্রনায়কের মতো এগোনোর চেষ্টা করবেন।  তিনি কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালবাসেন।’