পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪টি মামলায় জামিন দিয়েছে রাওয়ালপিণ্ডির সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)। এছাড়া, দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১৩টি মামলায় জামিন দেয়া হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিণ্ডি এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এ রায় দেন। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের। ইমরান খানের জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে দাঙ্গা সংক্রান্ত মামলা, পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) ও সামরিক জাদুঘরে হামলা সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া, শাহ মাহমুদ কুরেশির জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে সবগুলোই দাঙ্গা সংক্রান্ত।
আরো পড়ুন:কারাগার থেকে ভোটারদের যে বার্তা দিলেন ইমরান খান
প্রসঙ্গত, গত গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন ইমারান খান। এরপর বিক্ষোভে ফেটে পড়ে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতাকর্মীরা। এ সময় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়। এদিকে, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ২৬৬টি আসনে দেশটির জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিও নিউজ জানায়, সর্বশেষ প্রাপ্ত ২৪১ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯৬টি আসনে। যার মধ্যে দু-একজন ছাড়া বাকিরা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের অনুসারী। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয় পেয়েছে ৭০টি আসনে। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩টি আসন। এছাড়া, মুত্তাহিদা কওমি মুভমেন্ট ১৫টি, ইস্তেগাম পাকিস্তান পার্টি ২টি, পাকিস্তান মাসহি লিগ ৩টি ও জমিয়ত উলামা-ই-ইসলাম ২টি আসনে জয় পেয়েছে। সাধারণ হিসেবে এখনও ২৫টি আসনের ফলাফল বাকি রয়েছে।
আরো পড়ুন:নির্বাচন নিয়ে যা বললেন পাকিস্তান সেনাপ্রধান
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি বিশেষ আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড দেয়। এছাড়া, গত ৩ ফেব্রুয়ারি শরিয়াহ আইন না মেনে বিয়ে করার অভিযোগে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাতবছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের একটি আদালত।