বর্তমান সময়ে বেশির ভাগ সময়ে ফুটবল বিশ্লেষক, পরিচালক বা খেলোয়াড়দের কাছে প্রশ্ন করা হয় বর্তমান সময়ে কে সেরা ফুটবলার মেসি নাকি রোনালদো। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে করা হয়েছে ভিন্ন প্রশ্ন। মেসি-রোনালদো নয় তার কাছে জানতে পাওয়া হয়েছে পেলে-ম্যারাডোনার মধ্যে কে সেরা।সোমবার (৫ ফেব্রুয়ারি) ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ হওয়া কিংবদন্তি আজতেকা স্টেডিয়ামে শুরু হবে আসন্ন আসর। গুরুত্বপূর্ণ এই ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এরপরই মায়ামি টেলিভিশনের এক অনুষ্ঠানে তার কাছে দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। জবাব দিতে গিয়ে কাউকে আগে বেছে নেওয়ার ঝুঁকি নিতে চাইলেন না জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, আমি পেলেকে রাখব ডানপাশে এবং দিয়েগো ম্যারাডোনাকে বাঁ-পাশে । এরপর তাদের নিয়ে গড়ব আক্রমণভাগ। এ সময় তার জবাব শুনে সঞ্চালকরা হাসতে থাকেন।
আরো পড়ুন:২০২৬ ফিফা বিশ্বকাপের সূচি ও ভেন্যু প্রকাশ
এই দুই তারকা ফুটবলারই মেক্সিকোর কিংবদন্তি আজতেকা স্টেডিয়ামে শিরোপার স্বাদ দিয়েছেন নিজেদের দেশকে। ১৯৭০ বিশ্বকাপে ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ। একই ভেন্যুতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বে পূর্ণতা দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও।কিংবদন্তি পেলের বিশ্বকাপ জয়ের ১৬ বছর পর এই স্টেডিয়ামে ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও সবমিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনীসহ মোট পাঁচটি ম্যাচ হবে আজকেতায়।
আরো পড়ুন:পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে এক সঙ্গে নিয়ে বৃহৎ পরিসরে প্রথমবারের মতো বসতে যাচ্ছে বিশ্বকাপ আসর। ২০২৬ বিশ্বকাপ হবে বেশ কিছু নতুনত্ব নিয়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে দল ও ম্যাচ সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। ৪৮ দলের এই আসরে ১০৪টি ম্যাচ হবে। ১১ জুন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
2 thoughts on “ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা, জানালেন ফিফা সভাপতি”