![](http://dailysdiganta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবীদের ওপর হামলা ও অন্যায়ের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেওয়া বিবৃতিতে তিনি বলেন, শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুসরাত তারিন তন্বী তার স্বামী ও তার মায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইতোপূর্বে আমরা দেখেছি ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবীদের ওপর নানা পদ্ধতিতে হয়রানি করতে। তারই ধারাবাহিকতায় অনৈতিকভাবে একটি ওষুধ কোম্পানির নির্দিষ্ট ওষুধ না লেখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ কর্মস্থলের কাছে একজন নারী চিকিৎসক ও তার পরিবারের ওপর হামলার ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।
বিবৃতিতে বলা হয়, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড নতুন কিছু নয়, অতি সম্প্রতি সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের কর্মী নিহত হওয়ার ঘটনায় হাসপাতাল ভাঙচুর, অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ ও হাসপাতালের কর্মচারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
ক্রমাগত অন্যায় অবিচার এবং বিচারহীনতার সংস্কৃতির ফল এসব ঘটনা। দেশের কেউ নিরাপদ নয়। ছাত্রলীগসহ সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে তাদের কোনো বিচার হবে না।