দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, এই সরকার মানুষের রক্ত খেয়ে নিজেদের বাঁচানো ব্যবস্থা করছে। সব ধান্দাবাজ দিয়ে মন্ত্রী, এমপি বানায়। কোনো জিনিসের দাম কমেনি। সবাই সরকারের কাছে টাকা পায়, কিন্তু সরকার কাউকে টাকা দিতে পারে না।
আরো পড়ুন:দেশের জনগণও বিএনপির সঙ্গে নেই: কাদের
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা অসহনীয় জীবন কাটাচ্ছেন। গত দেড় মাসের মধ্যে ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে। এতো নির্যাতন ও অত্যাচারের মধ্যেও বিএনপি দাঁড়িয়ে আছে। তাদের নেতাকর্মীরা ধানখেতে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, গত নির্বাচনের সময় প্রধানমন্ত্রী সংলাপে ডেকেছিলেন। তখন মির্জা ফখরুল বলেছিলেন, সবার নামে মামলা আমরা কীভাবে নির্বাচন করব? প্রধানমন্ত্রী সংখ্যা জানতে চাইলে মির্জা ফখরুল লিস্ট নিয়ে গেলেন। তখন শেখ হাসিনা বললেন, আমি কালকের মধ্যে ব্যবস্থা নিচ্ছি। এত বছর হয়ে গেলে কোনো ব্যবস্থা হয়নি। উল্টো নেতাকর্মীদের নামে নতুন নতুন গায়েবি মামলা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন:স্যামসাংকে পেছনে ফেলল অ্যাপল
ওবায়দুল কাদেরের উদ্দেশে মান্না বলেন, তিনি শুধু ডানা ঝাঁপটায়, আর কা কা করে। কাদের বলেছেন, আমরা চীনকে অনুরোধ করেছি মিয়ানমারের ব্যাপারে সামাল দিতে। তার মানে, বাংলাদেশ নিজেকে রক্ষা করতে পারে না।
3 thoughts on “দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে : মান্না”